শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৬ থানার ওসি বদলি ভোলার চরফ্যাশনের সেই জামায়াতের ইউনিয়ন সেক্রেটারিকে বহিষ্কা গোয়েন্দা তথ্যে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারির বাড়িতে নারীর অনশন। বাগানবাজারের কৃতি সন্তান নায়েক রাসেলের পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন প্রবাসীর অর্থ আত্মসাৎতে নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ তজুমদ্দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত শেরপুরের ‘ছানার পায়েস’ এর জি আই পন্যের সনদ গ্রহণ শহীদ পারভেজের কবর জিয়ারত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি

দুবাইতে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
  • আপডেট সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৬ টাইম ভিউ

শান্তি প্রতিষ্ঠায় সার্ক সারাবিশ্বে অনবদ্য ভূমিকা পালন করে আসছে যুগের যুগ। নেপালভিত্তিক সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা হলেও এখন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এরই মধ্যে মানুষের শান্তি প্রতিষ্ঠায়, রাজনীতি, অর্থনীতিসহ সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিশ্বের নেতারা। মানবকল্যাণের পাশে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হল।

সম্প্রতি সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার জন্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সংগঠন সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের অভিষেক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী এবং প্রবাসী কর্মী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের মার্কোপোলো হোটেল বলরুমে সংগঠনের সভাপতি চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল (আরবি)’র সভাপতিত্বে, সহ-সভাপতি এস এম ফয়জুল্লাহ শহিদ ও শারজাহ এম্বাসেডর স্কুলের শিক্ষিকা শামসুন নাহার এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সিকদারের পবিত্র কুরআন তেলাওয়াত এবং দু-দেশের জাতীয় সঙ্গীত এর মাধ্যমে শুরু হওয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ উম্মুল কুয়াইন শেখ পরিবারের সম্মানিত গুরুত্বপূর্ণ সদস্য শেখ খালিদ রাশিদ মোহাম্মদ আলী আল মুআল্লা, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খালিজ টাইমস বিজনেস কন্টেন এডিটর মোজাফফর রিজভি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সুনিক, গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর সাইফুর রহমান, আমিরাতের কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি সিরাজুল হক, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি নাজমুল হোসাইন সাঈদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: শামিম।

আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী হিসেবে সম্মাননা পেলেন খালিজ টাইমস বিজনেস কনটেন এডিটর মোজাফফর রিজভি (আফগানিস্তান), গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর ও প্যান এশিয়ার চেয়ারম্যান সাইফুর রহমান (বাংলাদেশ), সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি রাজু লামা (নেপাল), সাধারণ সম্পাদক আব্দুর রহমান (বাংলাদেশ), পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নিউজ টাইমস আমিরাত প্রতিনিধি আনসার আকরাম (পাকিস্তান), কাশ্মীরের জনপ্রিয় গণমাধ্যম ইরতিকা কোরেশি (ভারত), বাংলাদেশী কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তারেকুল ইসলাম (বাংলাদেশ)।

আরও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলেন যারা:

চাকরিজীবী আবুধাবি বিচার বিভাগের অনুবাদক মাওলানা মীর শওকত খলিল, খতিব, মাওলানা ডক্টর আব্দুস ছালাম সাঈদ করিম আল আজহারি, অধ্যাপক ডক্টর সাইদ আবিদুর রহমান ( শারজাহ বিশ্ববিদ্যালয়) , শিক্ষিকা শামসুন নাহার ( শারজাহ এম্বাসেডর স্কুল), ছাত্রী আফসানা হেলেন, দেলোয়ার হোসেন সিদ্দিকী (ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনোলজিস, আলদার ইউনিভার্সিটি দুবাই), মেহজাবিন স্নিগ্ধা ( ফার্মাসি ডিপার্টমেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ), ব্যাংকার হিসেবে রিয়াদ হোসেন (জনতা ব্যাংক), মো. ফরিদ উদ্দিন মজুমদার (ফাস্ট আবুধাবি ব্যাংক), চিকিৎসক বেল্লাল দাস, নারী উদ্যোক্তা শিমা ইসহাক (হাইজিন গ্রুপ), হোসনেয়ারা সিদ্দিকী (জুমাইরাহ আল জাদিদ লেডিস সেলুন), মোসা: মরিয়াম ( মরিয়ম আলম সুইটস এন্ড নাটস), প্রবাসী কর্মী মো: ফয়সাল, শারীরিক প্রতিবন্ধী মফিজুর রহমান, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, শিমুল ও সামিদা চৌধুরী পপি।

এ সময় উপস্থিত ছিলেন সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশেক আহমেদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সাংস্কৃতিক সম্পাদক মো: রিদোয়ান, নির্বাহী সদস্য লায়ন ওসমান চৌধুরী, মো: জায়েদ, কমিউনিটি নেতা শাহিনুর শাহিন, বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন আরব আমিরাতের উপদেষ্টা শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শাহে আলম, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সমিতি ইউএই’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, বাংলাদেশ বিজনেস ফোরাম আরব আমিরাতের সভাপতি কামাল হোসেন সুমন।
এ সময় আলোচকরা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থেকে কাজ করে যাবে এবং বাংলাদেশ মিশনের সাথে একত্রিত হয়ে দেশের সম্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট ভূমিকা রাখবে। দেশে ও প্রবাসে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার্থে বিশেষ ভূমিকা রাখবেন বলে দাবি করেন। বক্তারা আরো বলেন, মধ্যপ্রাচ্য থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করলে মানবতার কল্যাণ সাধিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD
RocketplayRocketplay casinoCasibom GirişJojobet GirişCasibom Giriş GüncelCasibom Giriş AdresiCandySpinzDafabet AppJeetwinRedbet SverigeViggoslotsCrazyBuzzer casinoCasibomJettbetKmsauto DownloadKmspico ActivatorSweet BonanzaCrazy TimeCrazy Time AppPlinko AppSugar rush