ময়মনসিংহের ত্রিশালে “ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি“ এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ত্রিশাল শাখার আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে শান্তি ও সম্প্রতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিক শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিএফজি শাখার কোঅর্ডিনেটর মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার, সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।