আজ ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। । পরবর্তীতে কল্যাণ সভায় সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তাগাছা থানার এএসআই(নিঃ)/রোস্তম আলীর পারিবারকে আথির্ক সাহায্য প্রদান করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করে নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর পুলিশ সদস্যদের বেতন, রেশন, ছুটি, টিএ বিল, মেসের খাবার সম্পর্কিত সমস্যার কথা শুনে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।