শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:

শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৩ দেখা হয়েছে :

শেরপুরে মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপালি গ্রেফতার হয়েছে।

ঝিনাইগাতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা ছিদ্দিকা রুপালিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।

বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পরেও এই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নানা পোষ্ট দিয়েই যাচ্ছিলেন। এই নারী নেত্রীকে পুলিশ কয়েক মাস ধরে খুঁজছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে জেলার ঝিনাইগাতির তেঁতুলতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে তার নামে বিশেষ ক্ষমতা আইনে  মামলা আছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন ঝিনাইগাতির দাপুটে নেত্রী ছিলেন তিনি।

৫ আগস্ট আন্দোলনে ছাত্র ও আন্দোলনকারীদের নানা ভাবে হয়রানি করা হয়। স্থানীয় সাবেক সরকার দলীয় এমপির সাথে দাদা নাতি সম্পর্ককে পুজি করে কোটি টাকার মালিক হয়েছেন।‌ ক্ষমতা খাটিয়ে ঠিকাদারি, চাঁদাবাজি ও তদবীর বাণিজ্যই ছিল এই নেত্রীর ব্যবসা।

থানা সূত্রে জানা যায়,গ্রেফতার রূপালীকে  আদালতের নির্দেশে জেল হাজাতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category