মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:

শেরপুর সদর থানা পুলিশের অভিযানে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোকালে ৩ জন বখাটে গ্রেফতার করেন।

রির্পোটারের নাম
  • প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৪০ দেখা হয়েছে :

শেরপুর সদর থানা পুলিশের অভিযানে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোকালে ৩ জন বখাটে গ্রেফতার করেন। গত ২৫ একজন রাতে শেরপুর সদর থানাধীন বিভিন্ন এলকায় হইতে শেরপুর সদর থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর থানাধীন পাকুরিয়া চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর হতে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে পরিচালনা করাকালে রাত্রি ১১.১০ ঘটিকার সময় আইনের সংঘাতে জড়িত ১। আনজুম চৌধুরী আবিদ (১৭), পিতা- শামীম চৌধুরী, মাতা- আকলিমা ইয়াছমিন, সাং- কাজীবাড়ী পুকুরপাড়, ২। তানজিরুল ইসলাম সাদী (১৭), পিতা- আব্দুল হাকিম, মাতা- মাহফুজা খাতুন, সাং- পাকুরিয়া ফকিরপাড়া, উভয় থানা-শেরপুর সদর, ৩। উদয় দে (১৬), পিতা- হারু চন্দ্র দে, মাতা- পুষ্প রানী দে, সাং- জগৎপুর, থানা- ঝিনাইগাতী, সর্ব জেলা-শেরপুরকে আটক করায় হয়। পরে দোষীগনের দেহ তল্লাশী করাকালে তাহাদের শরীর ও মুখ হইতে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। ধৃত দোষী আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে কর্তৃক চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করতঃ ধৃতদের শেরপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে পরীক্ষান্তে প্রত্যেকেই মদ পান করিয়াছে মর্মে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতামত প্রদান করেন।পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সলের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal