সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন জীবননগরে হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিবের গণসংযোগ জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে, রুহুল আমিন- চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার ধানের শীষের গণসংযোগে আওয়াজ উঠেছে “ত্যাগী নেতা রাব্বানী ভাই, এমপি পদে তাকেই চাই” জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময় হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হোসেনপুরে মাজহারুল ইসলামের মত বিনিময়সভা, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন,সভাপতি কামরুল,সাধারণ সম্পাদক মাহবুব কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ সময় দেখুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, সকাল ১০ ঘটিকার সময় ভোলা কে জাহান মার্কেটের সামনে ও চরফ্যাশন সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখায় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনানসহ জেলা উত্তরের সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ও সাধারণ জনতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি নুরুদ্দিন, সহসভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি হেলাল উদ্দিন মুজাহিদসহ জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

মানববন্ধনে বক্তারা, জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বক্তারা আরো বলেন,আমরা দেখেছি ৫৪ বছর এদেশের রাজনীতিবিদরা স্বার্থের রাজনীতি করে গেছেন। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। হত্যা, গুম, সন্ত্রাসী,চাঁদাবাজি হয়েছে। স্বার্থের রাজনীতি করতে পারবে না বলে আজ অনেকে পিআর নির্বাচনের বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শতভাগ ভোটের মূল্যায়ন হবে। সংসদে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি থাকবে। আর কোন সৈরাচারের জন্ম হবে না। তাই এদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই সরকারকে বলতে চাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার ব্যবস্থা করুন অন্যথায় এদেশের জনগন আপনাদের রুখে দিবে। ২৪ এর পরে এদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, অধিকার আদায়ে রক্ত দিতে শিখেছে। প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত এদেশের মানুষ।’

দলটির উত্থাপিত পাঁচ দফা দাবিসমূহ হলো—আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD