সাভারে অধ্যক্ষের মরদেহ উদ্ধার,সন্দেহ তৈরি হয়েছে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকার সাভারে আলহেরা স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষ থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুর রহমানের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিকুর রহমান সাভারের উত্তর রাজাশন এলাকার মো. শামসুদ্দিনের ছেলে এবং আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
সূত্র জানায়, বিকেলে শফিকুর রহমান গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন এলাকাবাসী। তখন তারা দেখতে পান মরদেহটি নিহতের পরিবারের সদস্যরা নামিয়ে অফিস কক্ষের বাড়ান্দার মেঝেতে এনে শুইয়ে রেখেছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।
এলাকাবাসী পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,শফিকুর রহমানের সাথে দীর্ঘদিন যাবত তার স্ত্রী মৌসুমীর পারিবারিক কলহ চলে আসছিল। অধ্যক্ষ শফিকুর রহমানের বৃদ্ধ বাবা-মাকে সহ্য করতে পারত না তার স্ত্রী মৌসুমী। ব্ল্যাকমেইলিং করে স্বামীর সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ রয়েছে মৌসুমির বিরুদ্ধে।
সূত্র জানায়,নিহত শফিকুর রহমানের মেয়ে সাফার সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের এক যুবকের প্রেমের সম্পর্কের গুঞ্জন রয়েছে। প্রায় সময় সাফা প্রেমিকের সঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতো। এ নিয়ে অধ্যক্ষ শফিকুর রহমান বাধা দিলে একাধিকবার তিনি স্ত্রী ও মেয়ের হাতে লাঞ্ছিত হয়েছেন। কিছুদিন আগে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সাফা। অধ্যক্ষের স্ত্রী মৌসুমির মধ্যস্থতায় পারিবারিকভাবে বিয়ে মেনে নেওয়ার শর্তে ফিরে আসে অধ্যক্ষের মেয়ে সাফা। কয়েকদিন যাবত বাবাকে বিয়ের ব্যাপারে চাপ দিয়ে আসছিল সাফা।বিধর্মীর সাথে মেয়ের বিয়ে দিতে পুনরায় অস্বীকৃতি জানালে অধ্যক্ষ এবং তাঁর স্ত্রী ও মেয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।