সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপিত

রংধনুটিভি ডেস্ক রির্পোট
  • আপডেট সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৫ টাইম ভিউ
ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপিত

সাংস্কৃতিক বন্ধনে বরণ হোক নতুন বছর। ময়মনসিংহ (১৪ এপ্রিল, সোমবার) ২০২৫ খ্রি: ময়মনসিংহে পহেলা বৈশাখ, ১৪৩২ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আজ ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের এই শুভ নববর্ষ একটি নবরূপে, নব উদ্যমে উদযাপন করছি। এই আনন্দে আমরা যাদেরকে পাচ্ছি না, সেই বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, জনতা যারা দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের এই মেলবন্ধন, প্রাণের বন্ধনে একাত্ম হবো, ভালোবাসায় সিক্ত হবো এবং সকল ষড়যন্ত্র ও শত্রুতা ভুলে যাবো। তিনি আরো বলেন, আমাদের জীবন নতুন করে গড়ে উঠুক নব উদ্যমে, যেন আমরা উজ্জীবিত হয়ে একটি আলোকিত, উন্নত ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তুলতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৈশাখী মেলা ১৪৩২ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD