বরিশাল জেলার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের বসতঘর থেকে রাহাত হাওলাদার (২৯) ও লামিয়া আক্তার (১৯) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকালে চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। সূত্র জানায়, ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের বসতঘরের দরজা সকাল ৮টায় বন্দ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা জানালা দিয়ে দিয়ে রাহাতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ও তার পায়ের কাছে খাটের ওপর তার স্ত্রী লামিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।