ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ির জীবনতলা গ্রামে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কৃষক দলের নেতার ছেলের মরদেহ উদ্ধার করেছে ভালুকা থানা পুলিশ।
সূত্র জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন কৃষকদল যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকারের ছেলে বিদ্যুৎ মি’স্ত্রি ও ডাম্পট্রাক চালক সাবাব সরকারকে(২৪) সোমবার বিকালে মুঠোফোনে পাওনা টাকা দেয়ার জন্য ডেকে নেয়া হয়। পরে মঙ্গলবার সকালে তার বাবার মুঠোফোনে ফোন দিয়ে এক ব্যক্তি জানান,স্থানীয় পরিত্যাক্ত লাভনী সুটিং স্পটে (এনটিভি প্রজেক্ট নামে পরিচিত)তার ছেলের মরদেহ পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন।তার হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
কৃষক দল নেতা পিতার দাবি,তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস্ট উদ্ধার করেন।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মরর্গে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।