সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতার সাথে শিক্ষা অফিসারের অশুভ আচরণ

রংধনুটিভি ডেস্ক রির্পোট
  • আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে নিহত রিদওয়ান হোসেন সাগরের পিতা আসাদুজ্জামন আসাদ এর সাথে প্রাথমিক শিক্ষা অফিসার ওশুভ আচরণ করেছেন। বৃহস্পতিবার ১৭ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন অশুভ আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাগরের পিতা আসাদুজ্জামন আসাদ তাঁর কন্যা শহীদ সাগরের বোন আফিয়া তাবাসুম সুপ্তির স্কুল সার্টিফিকেট সংশোধনের জন্য গত ৯ এপ্রিল আবেদন করেছিলেন।সেই আবেদনের খোঁজ নিতে গেলে কথা চালাচালির এক পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন সাগরের পিতার সাথে অশুভ আচরণ করেন। শহীদ সাগরের পিতা আসাদুজ্জামন আসাদ জানান কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে ময়মনসিংহ একমাত্র আন্দোলনে আমার ছেলে নিহত হয়েছে । আমি পরিচয় দেওয়ার পরও তিনি বাজে আচরণ করেন । এই শিক্ষা অফিসার বহুবছর ধরে ময়মনসিংহ রয়েছেন তিনি আমার ছেলে নিয়ে কটুক্তিমূলক ব্যঙ্গ করেন । যা আমাকে মর্মাহত করেছে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফয়সাল ফারনিম আমি শুনে মর্মাহত এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ময়মনসিংহ শহরের মিন্টু কলেজের সামনে কিভাবে আমার ভাই সাগর কে হত্যা করেছে তা সকলে জানে আওয়ামী লীগের দোসররা প্রতিটি অফিসে আছে এদের খোলস উন্মোচন করতে হবে যারা গণ অভূত্থান কে অবহেলা করে এদের বিচার করতে হবে । ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার জানান সাগরের পিতা কান্না জড়িত অবস্থায় এসেছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে ।ইতমধ্যে তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD