বাংলাদেশ স্কাউটস ত্রিশাল উপজেলার ত্রৈ-বার্ষিক সাধারণ সভা ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে সকাল ১১.০০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,ত্রিশাল সরকারি নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম,ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দমত্রিশাল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদ ইয়াসমিন,আখরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার,সাখুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম।
উর্ধতন কর্মকর্তা,স্কাউট কর্তৃপক্ষ এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসা,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান এবং সহকারী শিক্ষকদের সমন্বয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ২টি স্কাউট দল গঠন,ত্রিশাল উপজেলায় সম্মৃদ্ধ স্কাউট কার্যক্রম পরিচালনা করে,স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপক্ষে কাজ করে ত্রিশাল উপজেলা স্কাউটের “সম্পাদক” হিসেবে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল করিম কে দায়িত্ব দিয়ে কমিটি গঠন করা হয়।