এইচ এম হাছনাইন, তজুমদ্দিন,ভোলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ বাহিনীর ১১ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের পর সাতদিন কর্মবিরতি শেষে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হকের নেতৃত্বে সকালে তজুমদ্দিন থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন সড়কে মোটর সাইকেল মহড়ার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তজুমদ্দিন থানার কার্যক্রম শুরু করেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটসহ পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ভেঙ্গে পরে দেশের নিরাপত্তা ব্যাবস্থা। বেড়ে যায় সহিংসতা, চুরি, ডাকাতির মত ঘটনা। পুলিশ সদস্যরা জানান, সম্প্রতি সময়ে সাধারণ মানুষের সংকট মোকাবেলা জনগণের আস্থা অর্জন করতে পারবেন বলে আশাবাদী। স্থানীয়রা জানান, আইনের প্রতি শ্রোদ্ধা রেখে তজুমদ্দিন থানার পুলিশকে সবাত্মক সহযোগীতা করতে আমরা প্রস্তুত আছি। মানবিক পুলিশ হয়ে জনগনের জন্য কাজ করবে বলে আশাবাদী স্থানীয়দের।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, পূর্বের মত তজুমদ্দিন থানার সকল কার্যক্রম চলমান আছে। পুলিশকে সহযোগীতা করতে সর্বস্থরের জনসাধারনের প্রতি উদাত্ত্ব আহবান জানান। কর্মবিরতি শেষে তজুমদ্দিন থানার জনসাধারনকে সেবা দিতে সর্বত্র পুলিশ আজ থেকে মাঠে থাকবে