রাজবাড়ী প্রতিনিধি।
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে এবং ১৫ আগস্ট উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজবাড়ীর শহরের আজাদী ময়দানে জেলা বিএনপি অফিস প্রঙ্গনে বিএনপি ও এর অংগ সংগঠনসমূহের আয়োজনে সকসল থেকেই অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করে।
এ উপলক্ষে জেলার কালুখালি উপজেলায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার সকাল থেকে কালুখালি উপজেলার প্রধান সড়কে উপজেলা অফিসে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।
ওই অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কালুখালি উপজেলা বিএনপির আহবায়ক ও
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডভোকেট মো আব্দুর রাজ্জাক খান, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো,আবুল কাশেম মন্ডল,জিয়াউর রহমান জিরু ও সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলার পাংশা,বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা বিএনপির আয়োজনে দিন ব্যপী অবস্থান কর্মসূচি পালিত হয়।
ছবি দেয়া আছে।
মনিরুজ্জামান,রাজবাড়ী প্রডিনিধি।