এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ১৭ই আগস্ট, শনিবার, সকাল ১০.৩০টায় ভোলার কে. জাহান মার্কেটের সামনে সাম্প্রতিক গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানবন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সভাপতি অধ্যক্ষ আবদুর রহমান চৌধুরী বলেন, আমাদের দেশে বর্তমানে আদর্শিক মূল্যবোধ বিবর্জিত, ভিনদেশী তথা পাশ্চাত্যের প্রচলিত শিক্ষা ও সংস্কৃতির অনুকরণে শিক্ষা কারিকুলাম “জাতীয় শিক্ষাক্রম-২০২১” প্রচলিত আছে। তা সম্পূর্ণই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বোধ-বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, আর্থ-সামাজিক পরিবেশ এবং অবকাঠামোগত ব্যবস্থাপনা পরিপন্থী। উক্ত কারিকুলামে ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার সংকোচনসহ নানারুপ অসংগতিপূর্ণ বিতর্কিত বিষয় যেমন- ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট, ৯ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ১১০ পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিয়েকে অন্ধকার যুগের প্রথা হিসেবে বলা সহ অংসখ্য ইসলামী শরীয়াহ পরিপন্থী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি এতে পরীক্ষা ব্যবস্থা বাতিল করে আমাদের সন্তান ও কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেটধারী নিরেট মূর্খ জাতি হিসেবে গড়ার জন্য একটি স্বার্থান্ধ জ্ঞানপাপী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ অসংখ্য মেধাবী শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে গণহারে হত্যা করা হয়েছে। আমরা ধর্মীয়, বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী কারিগরি শিক্ষা চাই। বিতর্কিত কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থার জাতীয়করণ চাই।
এতে আরো বক্তব্য রাখেন আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, পশ্চিম ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, ফেনী জয়নাল হাজারী কলেজ এর গনিত প্রভাষক এবং জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সেক্রেটারি মুহাম্মাদ মাহাদী হাসান, ভোলা বার এর আইনজীবী এ্যাডভোকেট আদিল মাহমুদ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ টিপু সুলতান, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, ইকরা স্কুল আ্যন্ড মাদরাসা ভোলা এর পরিচালক আলহাজ্ব মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।
আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকসহ সাংবাদিকবৃন্দ।