মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

সাতক্ষীরা সফরে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরওয়ার

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৮০ দেখা হয়েছে :

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মারণে দোয়া ও শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার ৪ জন শহীদ পরিবার কে নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়তে ইসলামি সেক্রেটার জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুফতী রবিউল বাশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরের সাবেক আমীর আবুল কালাম আজাদ, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওঃ খলিলুর রহমান,খুলনা অঞ্চলে সদস্য মাস্টার শফিকুল আলম,খুলনা জেলা আমীর ইমরান হুসাইন, জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আরো অনেকে। পরে দেশ ও মানুষের কল্যানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় প্রধান অতিথি বলেন,কোন অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিতো, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সেই পুলিশ ফোন করে খোজখবর নিচ্ছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে।
পতনের ৩/৪ দিন আগে হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল। হাসিনা ভেবেছিল জামায়াত শিবির নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু সে বাঁচতে পারেনাই। দেশ ছেড়ে পালাতে হয়েছে। তুমি নিষিদ্ধ করেছো। অন্য দিনে বাংলাদেশের মানুষ তোমাকে নিষিদ্ধ করেছে। জামায়াতকে সম্মান দিয়েছে দেশের জনগন।
আপনারা অস্থির হবেন না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পূর্ব পর্যন্ত শান্ত থাকুন। ১৫ বছর আমরা কথা বলতে পারিনি। এখন তো কথা বলতে পারি। আমরা অন্তবর্তীকালিন সরকারকে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সময় দিতে চায়। সাতক্ষীরার জামায়াত অফিস দীর্ঘদিন খুলতে পারিনি। রাতে বাড়িতে থাকতে পারিনি। বছরের পর বছর পালিয়ে জীবন যাপন করতে হয়েছে। এখন তো শান্তিতে বাড়িতে থাকতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal