আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি দুধের শিশুকেও নিয়ে চলে গেছে।
শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন ফারজানা আক্তার। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকেও নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন বলেন, ডাকাতি করতে এসে ডাকাতরা দুধের শিশুকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ফারজানা আক্তারের সহকর্মী ওই পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।