সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

ভোলায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষার কেন্দ্র পূর্ণ বহালের দাবীতে মানববন্ধন

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১২ দেখা হয়েছে :

ভোলায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষার কেন্দ্র পূর্ণ বহালের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

২০১৬ সাল থেকে ভোলার তিনটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড সমাপনী পরীক্ষা ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে৷ গত ১০ই নভেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেন্দ্র তালিকা টেকনিক্যাল স্কুল ও কলেজের পরিবর্তে বোরহানউদ্দিন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেওয়ার প্রতিবাদে ভোলার দুটি বেসরকারি পলিটেকনিক ( দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট ভোলা ও হীড পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা) এর শিক্ষার্থীরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন।

ভোলার দুটি পলিটেকনিল্যাল ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী এই কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের পরীক্ষার কেন্দ্র হিসাবে পরীক্ষা দিয়ে আসছেন। সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে কেন্দ্রটি পরিবর্তন করে ভোলা জেলা শহর থেকে ৩২ কি.মি দূরে বোরহানউদ্দিন উপজেলার ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে নেয়া হয়। এতে এই কলেজের আওতাধীন ভোলা সদরের দক্ষিনবঙ্গ ও হীড বেসরকারি পলিটেকনিল্যাল ইনস্টিটিউট কয়েকশ পরীক্ষার্থীবৃন্দ বিপাকে পড়ে। এত দূরে গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর হয়ে পরবে। তাই শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার জন্য ও নিরাপদে পরীক্ষা দেওয়ার নিশ্চিত করার জন্য ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ পূনরায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড সমাপনী পরীক্ষার কেন্দ্র দেওয়ার জন্য দাবি জানায়

শিক্ষার্থীরা আরো জানান,সকাল ১০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হলে উক্ত পরীক্ষায় ঐদিন সকালে বাসা থেকে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না! ফলে শিক্ষার্থীদের নিতে হচ্ছে মানসিক চাপ ও অর্থনৈতিক খরচ হচ্ছে কয়েকগুণ বেশি। মানববন্ধনে শিক্ষার্থীরা আরো দাবি তোলেন, পূর্বের কেন্দ্র বহাল না রাখলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, আগামী ২৪ ঘণ্টকর মধ্যে কেন্দ্র পরিবর্তন না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করে আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দেন তারা । মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসক উপস্থিত না থাকায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমানের কাছে কেন্দ্র বহালের দাবীতে স্মারকলিপি পেশ করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ভোলার উপ-পরিচালক মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবিটি সম্পূর্ণ যৌক্তিক, জেলা শহর থেকে বর্তমান প্রকাশিত কেন্দ্রে পরীক্ষা দিতে ভোলার এসকল শিক্ষার্থীদের অনেক কষ্ট হবে৷ অবএব তাদের দাবি জেলা প্রশাসক কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করাসহ স্মারকলিপিটি পৌঁছানোর ব্যবস্থা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal