মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

তাজমহল বো*মা মেরে উড়িয়ে দেওয়ার হু*মকি

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ দেখা হয়েছে :

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের কাছে ই-মেইলে ওই হুমকির বার্তা পাঠানো হয়।

কে বা কারা হুমকি দিয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

সম্রাট শাহজাহান নির্মিত অমূল্য নিদর্শন তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে ওই ঘটনার পর।

নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিব আহমদ ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানান, তাজমহলে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

উত্তরপ্রদেশ পর্যটনের উপপরিচালক দীপ্তি ভাতসা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ই-মেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশ ও এএসআইকে পাঠানো হয়।

দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র আগ্রার তাজমহল। প্রতিবছর প্রায় ৭০ লাখ পর্যটক ওই স্থাপনা দেখতে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal