চোর সন্দেহে পেটাতে পেটাতে মেরে ফেলা হলো ২ জনকে
কিঅনশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।
দেওঘর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো. মহি উদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসে। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা গিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। তিনি জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি আরো জানান, নিহত দুজন চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।