সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুলিয়ারচরে কুরআন খতম ও দোয়া মাহফিল ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU) নির্বাচনের তফসিল ঘোষণা ও কলেজ বাস বরাদ্দের সহ ৬ দফা দাবি পেশ করে অধ্যক্ষ বরাবর ইশার স্মারকলিপি প্রদান বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা সংকট দ্রুত সমাধান না করার প্রতিবাদে উপাচার্যকে মূলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জীবননগরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশসড় বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত জীবন নগরে ছাত্রদলও শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মোঃ রহুল আমিন এর মতবিনিময় খোদাদ্রোহীদের পক্ষে বিএনপি মহাসচিবের অবস্থানকে ধিক্কার; খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। – পীর সাহেব চরমোনাই

তজুমদ্দিনে ইলিশ সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন।

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৬ সময় দেখুন

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার ৬ অক্টোবর ২০২৫, সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। তত্ত্বাবধায়নে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেঃটন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। হিসাব মতে জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মেঃ টন চাল বরাদ্দ আসে। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD