গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া বাগে জান্নাত মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত শিক্ষক আব্দুল মালেক নেত্রকোনার কলমকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ সূত্র জানা যায়,আঃ মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন।গত বৃহস্পতিবার আব্দুল মালেক শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করলে সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।পরে সর্বশেষ ৮ বছরের এক শিশুর সঙ্গে তার অশালীন আচরণের বিষয়টি শিশুর পরিবারের সদস্যরা জানতে পারেন। ঘটনাটি জানাজানি হলে শনিবার রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাদরাসা থেকে অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আবদুল মালেকের ধর্ষণচেষ্টার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আতিকুর রহমান নামের একটি ফেসবুক আইডিতে ৫৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে ধর্ষণচেষ্টার কথা স্বীকার বলে আবদুল মালেক বলছেন, ‘আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। এমন কাজ আমি আর কখনো করিনি। তাকে খারাপ কাজ করিনি।’