১৬ মার্চ ২০২৫ সকাল ০৯.০০ ঘটিকায় নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব সজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, জনাব মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে ফেব্রুয়ারি ২০২৫ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয় । অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ।