খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সদ্যপ্রয়াত সভাপতি ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার ৯ মে বিকেলে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ইলিয়াস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট করিমুল্লাহ প্রমুখ। নেতারা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, ইব্রাহিম খলিল ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ নেতা। দলের দুঃসময়ে তিনি শত হামলা-মামলার মুখে ও দলের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা অটুট রেখেছেন। তার আকস্মিক মৃত্যুতে রামগড় বিএনপির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। উল্লেখ্য, গত ৬ মে ২০২৫ তারিখে স্ত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল নিহত হন।উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।