মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

রামগড় প্রেসক্লাবের নতুন কমিটি,সভাপতি লাভলু সম্পাদক নিজাম

রির্পোটারের নাম
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৭৮ দেখা হয়েছে :

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে পুনর্গঠিত হল খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব।রবিবার (১১ই আগষ্ট) দুপর ২টায় সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহি প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়। জানা যায়,  সর্বশেষ ২০০৮ সালে সাংবাদিক শ্যামল রুদ্র সভাপতি ও সাংবাদিক বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর  কিছুদিন কার্যক্রম চলে, পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান,  দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাব সচল করার বহু চেষ্টা করে ব্যর্থ সাধারাণ সদস্য ও  সদস্য অন্তর্ভুক্ত হতে না পারা স্থানীয় সাংবাদিকরা  সম্মিলিতভাবে ক্লাব খোলার উদ্যোগ নেন। প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাব পুনর্গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার  বৈষ্ণব  ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কর্মরত স্থানীয় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে  মো: নিজাম উদ্দিন লাভলুকে (ইত্তেফাক, নিউ নেশন) সভাপতি ও মো: নিজাম উদ্দিনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট  কার্যকরী কমিটি করার মাধ্যমে রামগড় প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শুভাশীষ দাশ ও মো: বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও  মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন কিরণ। সদস্যরা হলেন, শ্যামল রুদ্র, বেলাল হোসাইন, এমদাদ খান,  মো: মোজাম্মেল হোসাইন, মোঃ মাসুদ রানা,  মো: সাইফুল ইসলাম,  তুহিন নিজাম, মো: জহিরুল ইসলাম, মো: বেলাল হোসেন,  মো: শাহেদ হোসেন রানা ও মো: নুরুল আলম শরীফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal