রাজবাড়ীর করিম তেল পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নিয়ে পালানোর সময় গাড়ী চাপা দিয়ে পাম্পের শ্রমিক রিপন সাহা(২৫)কে চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ ২ জনকে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সিসি টিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার পর দ্রুতগামী একটি জিপ গাড়ি পাম্পের কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে রিপন ঘটনাস্থলেই নিহত হয়। রিপন সাহা (২৫) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং পবিত্র সাহার ছেলে। পাম্পের কর্মচারীদের তথ্য অনুযায়ী, ওই জিপটি প্রায় পাঁচ হাজার টাকার তেল নিয়ে টাকা না দিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। টাকা দাবি করার সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন। পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জিপটিতে তেল নেওয়ার সময় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন উপস্থিত ছিলেন। তিনি তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ফুটেজে ধরা পড়েছে। নিহতের মরদেহ স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্তের জন্য আবুল হাসেম সুজন ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে।