মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:

গাজীপুরের পূবাইলে ছিনতাই হওয়া লোহার পাইপ ও গার্ডারসহ গ্রেফতার-১

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ দেখা হয়েছে :

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দারাবাদ ডিলারটেক এলাকা থেকে  ২৪ সেপ্টেম্বর  আনুমানিক রাত ২:৪০ ঘটিকার সময়  মাইক্রোবাস যোগে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত এসে মালামাল

বহনকারী

পিকআপের ড্রাইভার বশিরকে হাত-পা বেঁধে ভয় ভীতি দেখিয়ে মালামালসহ  পিকআপ (গাড়ি নং ঢাকা মেট্রো -২০-৯২৫৩) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকায় নিয়ে গাছের সাথে চালককে বেঁধে রেখে দুর্বৃত্তরা পিকআপ সহ মালামাল নিয়ে যায়।

 

এ বিষয়ে বাচ্চু মিয়া বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা করেন। যার মামলা নং ১৩ /২৫.০৯.২৪ । সেই মামলার  ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পূবাইল থানার তদন্তকারী  কর্মকর্তা

এসআই হুমায়ুন কবির,এস আই রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সসহ বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া  একজন আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী

টাঙ্গাইল জেলার বীরপুষিয়া নয়াপাড়া গ্রামের পিতা মৃত বারেক এর ছেলে

অহিদ (৩০)। বর্তমান ঠিকানা শ্যামপুর, পোস্তগোলা, ঢাকা ।আসামির দেওয়া তথ্য মতে ২১০ পিস লোহার পাইপ ও ৪ পিস গাডার উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal