এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে অবমাননা করে বক্তব্য প্রদান ও বিজেপি বিধায়ক নিতেশ রানা সেই অবমাননাকর মন্তব্যকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বাদ জুমা ভোলা হাটখোলা জামে মসজিদের সামনে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের ব্যানারে ভোলা জেলার আপামর তৌহিদী জনতার একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ভোলা জেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা নতুন বাজারে এসে জমায়েত হয়।
মিছিল শেষে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আবু জাফর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ইউসুফ মালিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য আমার হোসেন মঞ্জু,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান,সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।অন্যথায় যেভাবে ভারতের মুসলিমরা মুম্বাই অভিমুখে লংমার্চ করেছে ঠিক অনুরূপভাবে পুরো বিশ্বের মুসলমানরা ভারত অভিমুখী লংমার্চ করবে ইনশাআল্লাহ।
আমরা এই ইসলামের দুশমনদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক।