মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর

রির্পোটারের নাম
  • প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৬ দেখা হয়েছে :

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত সময়ের সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধ হয়ে দেশটিতে সুন্দরভাবে বসবাস করে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার আহ্বান জানিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে অথবা ভিসা লাগানোর ক্ষেত্রে কমপক্ষে ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হয় সে ক্ষেত্রেও পাসপোর্টের মেয়াদ কম সেসব বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট করিয়ে ক্ষমার বর্ধিত সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তিনি। তিনি বলেন, মেয়াদ দু’মাস বাড়ানোয় (১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) যেমন প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে, তেমন আমরাও চাই বৈধতা লাভে ভিসাপ্রত্যাশী প্রবাসী বাংলাদেশিরা যেন সুযোগটি কাজে লাগাতে পারেন। সে জন্য সহজতর, পরিষেবা বৃদ্ধি ও বিশেষ ব্যবস্থাসহ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যথাসময়ে পাসপোর্ট/দেশত্যাগে ট্রাভেল পারমিট করিয়ে দেয়ার ক্ষেত্রে সরকার, দূতাবাস ও কনস্যুলেট খুবই সক্রিয়। তিনি বলেন, স্বল্প সময়ে বা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যাতে পাসপোর্ট পাওয়া যায়, সে ব্যবস্থা করতে আমরা ঢাকা পাসপোর্ট অথরিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারাও খুবই আন্তরিক। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করি, খুব শিগগির সমস্যা সমাধান হবে।

তিনি আরো বলেন, আমিরাত সরকারের ঘোষিত প্রথম দু’ মাসের (১ সেপ্টেম্বর – ৩০ অক্টোবর পর্যন্ত) সাধারণ ক্ষমা সময়ে ৪১ হাজার ৭০৭টি ই-পাসপোর্ট এবং ৯ হাজার ৪৩৭টি এম আরপি পাসপোর্টসহ মোট ৫১ হাজার ১৪৪টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন লেবার ক্যাম্পে কনস্যুলেট থেকে বিশেষ টিম যাবে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সহযোগিতার চেষ্টা করা হবে। যাতে করে তারা ক্ষমার সুযোগটি কাজে লাগাতে পারেন। তিনি আরো বলেন, দুবাই আল আবির সেন্টারে কনস্যুলেটের হেল্প ডেস্ক রয়েছে। সেখান থেকেও সহযোগিতা নেয়া যেতে পারে। আমিরাতের প্রসিদ্ধ বা বড় কোম্পানিগুলোর পক্ষ থেকে আবির সেন্টারে বুথ খোলা হয়েছে। কর্মসংস্থানে সেখানেও যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, ক্ষমার আওতায় প্রবাসীদের ভিসার ক্ষেত্রে আরো কীভাবে সহজতর করা যায়, সে ব্যাপারে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

তাই সাধারণ ক্ষমার বর্ধিত সময়ের সুযোগ কাজে লাগাতে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করিয়ে নেয়ার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal