সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

স্ত্রীর সাথে ঝগড়ার ৩ দিন পর ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত ম*রদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

স্ত্রীর সাথে ঝগড়ার ৩ দিন পর ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত ম*রদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া স্ত্রীর সাথে ঝগড়ার তিন দিন পর সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইদুর রহমান রয়েল উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুস সোবাহানের ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের বাসার তিন তালায় এক বছর যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নাছিমাকে বেঁধে রাখে চেয়ারম্যান রয়েল। পরে নাছিমার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এর পর গত বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের রুমের দরজা ও তার ফোন বন্ধ পান চায়না বেগম। পরে আজ সকাল ১১ টায় চেয়ারম্যানের বোন তাকে খুঁজতে বাসায় আসে। আসার পর ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ দেখতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ৩ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওসি মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে দুই দিন আগে আত্মহত্যা করে থাকতে পারে। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD