মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

৮০ কি. মি. গতিতে গাড়ি চালানোর সময় পায়ের নিচে নরম অনুভব, তাকিয়ে দেখেন বিষধর সাপ

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ দেখা হয়েছে :

৮০ কি. মি. গতিতে গাড়ি চালানোর সময় পায়ের নিচে নরম অনুভব, তাকিয়ে দেখেন বিষধর সাপ

মহাসড়কে গাড়ি চালানোর সময় হঠাৎ পায়ের নিচে নরম কিছু অনুভব হওয়ার পর তাকিয়ে দেখেন বিষধর সাপ। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেয়া হয়। গতকাল শুক্রবার (৩০ নভেম্বর) এমন ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন অস্ট্রেলিয়ার এক নারী। তিনি মেলবোর্নের একটি মহাসড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। খবর বিবিসি

এ বিষয়ে ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই নারী মহাসড়কে ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার পায়ে কিছু একটা অনুভব করেন। নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর টাইগার সাপ তার পায়ের ওপর এঁকেবেঁকে চলছে। তিনি সাপটিকে তার শরীর থেকে সরাতে সমর্থ হন। এরপর গাড়ি দাঁড় করিয়ে নিরাপদে বের হয়ে যান।’

গাড়িতে সাপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান ওই নারী। এরপর দ্রুত গাড়িটি পাশে দাঁড় করিয়ে তিনি নেমে যান। যখন পুলিশ সদস্যরা সেখানে যান তখন তারা তাকে আতঙ্কিত ও খালি পায়ে দেখতে পান।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে সাপটি কামড় দিয়েছিল কি না সেটি পরীক্ষা করেন প্যারামেডিকরা। এছাড়া তার গাড়ি থেকে বিশালাকৃতির সাপটি বের করেন একজন সাপ ধরা ব্যক্তি। পরে সেটি জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal