লালমনিরহাট সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জন এবং ২ কেজি গাঁজা সহ ২ জন মোট ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৩/১২/২০২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ এসআই (নিঃ) মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট থানাধীন ০৮নং গোকুন্ডা ইউনিয়নের পুর্ব দালাল পাড়া তিস্তা টোল প্লাজার উত্তর পার্শে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোছাঃ সালমা বেগম(৪৩)স্বামী নাম: মোঃ আঃ কুদ্দুস, মোঃ শাহ আলী(৪৫) পিতা- মৃত আব্দুস সামাদ, উভয় সাং-দক্ষিন বাঁশজানি, থানা- ভুরঙ্গামারী, জেলা -কুড়িগ্রামদ্বয়কে ০২ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন সেই সাথে ০৪ ডিসেম্বর, ২০২৪ এসআই (নিঃ) মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট থানাধীন ০৮নং গোকুন্ডা ইউনিয়নের পুর্ব দালালপাগা মৌজাস্থ তিস্তা সরক সেতুর উত্তর পার্শে টোল প্লাজার উত্তর পার্শে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ রবিউল ইসলাম (২১),পিতা: মোঃ সোনা উল্লাহ, মাতা: মোছাঃ হাসিনা বেগম, সাং-খাতাপাড়া,থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাট কে ৮২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ হাতে নতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে, গ্রেফতারকৃত আসামীদেরকে নিয়মানুসারে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ।