আছমা আক্তার ২০১৭ খ্রিষ্টাব্দে প্রধান শিক্ষক হিসেবে ময়মনসিংহের ত্রিশালের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সূত্র জানায়,আছমা আক্তার ১৯৭৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আব্দুল বাশার মাতা ফিরোজা বেগম। তিনি রওশন আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান এর পর থেকে সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাদানে কৃতিত্বের পাশাপাশি তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অনুমোদিত নবম শ্রেণির জীববিজ্ঞান পাঠ্যবইয়ের লেখক হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। শিক্ষাক্ষেত্রে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ খ্রিষ্টাব্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সমগ্র দেশব্যাপি পরিচালিত ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ -এর আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।অন্বেষণ বাংলাদেশ -এর আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। একই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রথম স্থান লাভ করেন। তিনি ১৯৯৩ সনে ময়মনসিংহের প্রবাহ বিদ্যানিকেতন থেকে এসএসসি,১৯৯৫ সনে ময়মনসিংহ মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায়ই তিনি প্রথম বিভাগে উত্তীর্ণহয়েছেন।তিনি ১৯৯৮ সনে স্নাতক (সম্মান),১৯৯৯ সবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক গুণাবলীর অপূর্ব সমন্বয়ে তিনি সমাজকে আলোকিত করেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ খ্রিষ্টাব্দে তাকে গুণী শিক্ষক সম্মাননায় সম্মানিত করা হলো।