হবিগঞ্জ জেলার মাধবপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাক্কু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,সাক্কু মিয়া তার প্রথম স্ত্রী রুনা বেগমের যোগসাজসে গত কয়েকমাস ধরে তৃতীয় স্ত্রী সালমা আক্তারের গর্ভজাত সন্তানকে (১৫) ধর্ষণ করতেন। রুনা আক্তার ভিক্টিমকে গর্ভনিরোধক পিল খেতে বাধ্য করতো। গতকাল শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে সাক্কু মিয়াকে ধরে পুলিশে খবর দেয়।খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি দল গিয়ে সাক্কুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ও ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
সূত্র জানায়, লম্পট সাক্কু মিয়া পাঁচ বিয়ে করলেও প্রথম স্ত্রী রুনা বেগম ছাড়া ভিকটিমের মা সালমা আক্তারসহ অন্য স্ত্রীরা সাক্কুকে ডিভোর্স দিয়ে চলে গেছে।