শনিবার (৮ মার্চ)আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,বিদ্যালয় বন্ধ থাকার পরও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক শিশুদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো ওই ছাত্রী ও প্রাইভেট পড়তে যায়। এ সময় অন্যান্য ছাত্রছাত্রীদের বিদায় দিয়ে কক্ষের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় শিক্ষক।
পরবর্তীতে মেয়েটিকে উদ্ধার করে সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। গোপনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করার কথা জানাজানি হলে দ্রুত শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে হস্তান্তর করে কর্তৃপক্ষ। ঘটনা শুনতে পেয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে।তিনি ভুক্তভোগীকে সহায়তার পাশপাশি দোষি ব্যক্তিকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার কথা জানান।