ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য র্যালী এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মুফিদুল আলম। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ ফটো জার্ণালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বিএফইউজে’র দপ্তর সম্পাদক আবু বকর, এনএসআই’র অতিরিক্ত পরিচালক খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জিপি অ্যাডভোকেট আজাহারুল হক, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জামায়াতে ইসলামীর জেলা আমীূর আবদুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর জামায়াতের আমীর কামরুল এহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও অ্যাডভোকেট এম এ হান্নান খান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা আহ্বায়ক শহিদুল আমিন খসরু, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আবুল কাসেম ও নওয়াব আলী, সিপিবি’র জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশ সমিতির পরিচালক আব্দুর রব মোশাররফ, তথ্য অধিদপ্তরের পরিচালক মীর আক্রাম উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ডিভাইন ক্রিয়েটিভ বিল্ডার্স’র চেয়ারম্যান অধ্যাপক আবুল বাসার, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু সায়েম ও অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, ডিআইও-১ জসিম উদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান, ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় পত্রিকার সম্পাদক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। মোনাজাত পরিচালনা করে মাওলানা আব্দুল গণি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর পক্ষ থেকে কেক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সফল করায় ময়মনসিংহ প্রেসক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।