শফিকুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাটর বানী গ্রামের বাসিন্দা।
সূত্রে জানায়, মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত ধর্ষণের শিকার কিশোরী। প্রথমে শফিকুর কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের জন্য সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে শফিকুর কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে।
পরে শনিবার (৮ মার্চ) একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে রবিবার (০৯ মার্চ) বিকালে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে দেয়।