দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ই মার্চ’২৫ সোমবার বেলা ২টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে ভোলা সরকারি কলেজ গেইটে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যোবায়ের হোসেন এর সঞ্চালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, কলেজ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ওমর, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ জাবের, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জোবায়ের, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ সোহেলসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি থেকে দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবী জানানো হয়।