ময়মনসিংহের মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।
প্রেমিককে বশে আনতে ব্যর্থ হয়ে কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন এক নারী।
ভুক্তভোগীর স্থানীয় ঠিকানা উপজেলার আটানি বাজার,থাকেন ময়মনসিংহে।
শুক্রবার (১৪ মার্চ) অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেককে (৬০) আটক করেছে পুলিশ।অভিযুক্ত কবিরাজ ও একই এলাকাবাসী বাসিন্দা।
সূত্রে জানায়,নিজেকে অবিবাহিত দাবি করা ওই নারী(২৭) তার প্রেমিককে কাছে পেতে পাঁচ হাজার টাকার বিনিময়ে এক যুবকের মাধ্যমে কবিরাজের শরণাপন্ন হয়।১ মাস হয়ে গেলেও কবিরাজের ঝাড়ফুঁকে কাজ না হওয়ায় টাকা ফেরত চান তিনি।
টাকা না পেয়ে শুক্রবার সকালে সরাসরি কবিরাজের বাড়িতে হাজির হন আকলিমা। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং আশপাশের লোকজন জড়ো হয়, বাদে লঙ্কাকাণ্ড। এ নিয়ে জুম্মার নামাজের পর গড়বাজাইলে শালিস-দরবার বসায় স্থানীয়রা।
পরে অভিযুক্ত খালেককে শুক্রবার রাতেই নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে খালেককে তার বাসা থেকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি মেডিকেল পরীক্ষার পর বলা যাবে।