০৪ ডিসেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর কলেজ ছাত্র সংসদ নির্বাচন ও কলেজে বাস বরাদ্দের দাবি পেশ করে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলা সরকারি কলেজ দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ, সাংস্কৃতিক অগ্রগতি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে ছাত্র সমাজের ভূমিকা অতুলনীয়। সেই নেতৃত্ব উন্নয়নের অন্যতম প্ল্যাটফর্ম—ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU)।
দীর্ঘদিন ধরে BGCSU নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা সংগঠন, সাংস্কৃতিক কার্যক্রম এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। ক্যাম্পাসে একটি সুস্থ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশ টিকিয়ে রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন অপরিহার্য।
উপরোক্ত প্রেক্ষাপটে, আমরা ভোলা সরকারি কলেজে প্রায় ১০,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীদের প্রতিদিন কলেজে আসা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। শিক্ষার্থীদের নিরাপদ, স্বল্পব্যয়ী ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কলেজে কমপক্ষে একটি কলেজ বাস বরাদ্দ অত্যন্ত জরুরি।
তাই কলেজ প্রশাসনের নিকট নিম্নোক্ত ৬ দফা যৌক্তিক দাবি উপস্থাপন করা হয়।
▪১.আগামী জানুয়ারি’২৬ প্রথম সপ্তাহের মধ্যে ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU)-এর নির্বাচনের তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
▪২.ভোটার তালিকা, বাজেট, প্রচারণা, প্রার্থী যাচাই ও নির্বাচন পরিচালনা—সমস্ত কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে হবে।
৩.প্রশাসন, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করতে হবে।
৪.শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে ক্যাম্পাসে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
৫.নির্বাচিত ছাত্র সংসদের মাধ্যমে একাডেমিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পুনরুজ্জীবিত করতে হবে।
৬.ভোলা সরকারি কলেজে প্রায় ১০,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীদের প্রতিদিন কলেজে আসা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। শিক্ষার্থীদের নিরাপদ, স্বল্পব্যয়ী ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কলেজে কমপক্ষে একটি কলেজ বাস বরাদ্দ অত্যন্ত জরুরি।
অতএব, দ্রুত কলেজ বাস বরাদ্দ ও নিয়মিত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যাশা
ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU) নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোলা সরকারি কলেজের গৌরবময় ঐতিহ্য আরও সমুন্নত হবে বলে আমরা বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা সহ-সভাপতি ও কলেজ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিম, দাওয়া সম্পাদক মুহাম্মদ জাবের, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ জুবায়ের, সদস্য মুহাম্মদ ইমন, সদস্য মুহাম্মদ সাইদুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।