ইউএনও এবং ওসির সাথে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামগড় প্রেস ক্লাবের পুণর্গঠিত নেতৃবৃন্দ। বুধবার (১৪ই আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাসের সঙ্গে তাদের নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেস ক্লাবের সাংবাদিকরা।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মো.নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন, সহ-সভাপতি শুভাশিষ দাস, মো.বাহার উদ্দিন, যুগ্ম- সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন কিরন, সম্মানিত সদস্য মো. মাসুদ রানা, মো.শাহেদ হোসেন রানা, সাইফুল ইসলাম, মো.জহিরুল ইসলাম, মো.নিজাম উদ্দিন তুহিন, নুরুল আলম শরীফ সহ বেলাল হোসেন প্রমূখ।