শেখ শফিউল আলম লুলু (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে চাঁচড়া রেলগেট এলাকায় সে ট্রেনে কাটা পড়ে মারা যায়।
পুলিশ ও ফায়ার সর্ভিস কর্মীদের ধারনা খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইলে সে কাটা পড়েছে। তবে সে আত্মহত্যা করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে সাদা টি-শার্ট পরিহিত ছিল।
তবে মাঠে কাজ করা স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ট্রেনে কাটা পড়ে মৃত ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাটছিল। এসময় ট্রেন আসলে সে লাইন থেকে সরেনি। ফলে সে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি। তবে মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলেও জানান।