স্ত্রী কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।ঘটনার পর স্বামী সিফাত(২৮) স্ত্রী কেয়ার(২৫) মাকে ফোন করে জানান,আপনার মেয়ে আর নেই এবং এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
কেয়ার মা নাজমা বেগম জানান,রাত একটার পর সিফাত ইসলাম ফোন করে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন।প্রথম একটি হাসপাতালের কথা বললেও পরে বিআরবি হাসপাতালে যেতে বলেন।সেখানে আমরা যাওয়ার পর তাকে মৃত অবস্থায় দেখতে পাই।কেয়া চার সন্তানের জননী। তিনি তিন মেয়ে ও এক ছেলের মা।
ঢাকার শেওড়াপাড়া এলাকায় ১৬ আগষ্ট মধ্যরাতে ঘটনা ঘটে।