সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন জীবননগরে হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিবের গণসংযোগ জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে, রুহুল আমিন- চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার ধানের শীষের গণসংযোগে আওয়াজ উঠেছে “ত্যাগী নেতা রাব্বানী ভাই, এমপি পদে তাকেই চাই” জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময় হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হোসেনপুরে মাজহারুল ইসলামের মত বিনিময়সভা, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন,সভাপতি কামরুল,সাধারণ সম্পাদক মাহবুব কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড দিয়েছে আদালত

শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
  • আপডেটের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪০৫ সময় দেখুন
শফিকুল ইসলাম অপুকে ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহ শহরের ‘আক্তার ফার্মেসি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করে।

সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঝিনাইদহ সদর থানা সুত্রে জানা যায়, এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে । পরবর্তিতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট শহরের আক্তার ফার্মেসি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। তার নামে পাঁচটি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু বিগত ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে ঝিনাইদহ জেলা সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD