ভোলা জেলার তজুমদ্দিনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার মোল্লা পুকুর মক্কী জামে মসজিদ সংলগ্ন তালিমুল কুরআন মডেল মাদ্রাসার সামনে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তি।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা শিশুটির কান্নার শব্দ শুনে বিষয়টি টের পান এবং দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রথমে শিশুটিকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানায়, নবজাতককে প্রাথমিক চিকিৎসার পর আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। আইনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শিশুটিকে তাদের জিম্মায় অ্যাম্বুল্যান্সযোগে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা ঘটনাটিকে অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তারা বলেন, “এভাবে একটি নিরপরাধ শিশুকে ফেলে যাওয়া মানবতাবিরোধী কাজ। সমাজের দায়িত্বশীল মানুষদের এগিয়ে আসা উচিত।”