“বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবল ২০২৪-২৫ এর উদ্বোধনী খেলায় রেঞ্জ ডিআইজি মহোদয়”
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর, ২০২৪) রফিক উদ্দিন ভূঞা স্টেডিয়াম, ময়মনসিংহে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবল ২০২৪-২৫ এর উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান।
বাংলাদেশ পুলিশ এফসি বনাব ফর্টিস এফসি লিঃ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনের অপর খেলাটি বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন লিঃ এর মধ্যে একই সময়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লায় অনুষ্ঠিত হয়।