কুমিল্লার সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে দুলাল হোসেন (৩৫) হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে ৭ জন গ্রেপ্তার হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার চুলাস গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মো. ফারুক (৪৫), একই উপজেলার আতাপুর গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মো. মফিজুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে তাজুল ইসলাম (৪২), নুর মানিকচর গ্রামের ফারুকের স্ত্রী মরিয়ম (৩৭), একই গ্রামের আবুল হাসেমের স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া (১৯), লালমাই উপজেলার জগতপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে রুবেল আহাম্মেদ (৩৯), লাকসাম উপজেলার পূর্ব বেরুল গ্রামের নুরুল হকের ছেলে আবুল হাসেম (৩৪) সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর সকালে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল উত্তর পাড়া মিয়াজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাকসাম রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই মৃতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধ হত্যা মামলা দায়ের করেন। সূত্র জানায়,এর আগে লাকসাম রেলওয়ে পুলিশ কুমিল্লা আদর্শ সদর উপজেলার বল্লভপুর গ্রামের হাফিজুর রহমানে ছেলে জহির ও একই গ্রামের ইউনুস মিয়ার কে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।