নিখোঁজের চার দিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার ঝোপঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নারায়ণগঞ্জের সোনারগাঁয় এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নিহত সায়মা পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় কলাপাতা বার্গারে কাজ করতেন।
সূত্র জানায়,গত শুক্রবার সকাল ১০টার পর থেকে সায়মা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে স্বজনরা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বিকেলে স্থানীয়রা কাইকারটেক ব্রিজ এলাকার পাশে একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করলে দেখা যায়, এর ভেতরে কালো পলিথিনে মোড়ানো এবং কসটেপে প্যাঁচানো অবস্থায় হাত-পা বাঁধা এক নারীর মরদেহ। পরবর্তীতে নিহতের মামা খোকন শেখ সাগর মরদেহটি শনাক্ত করেন।
নিয়তের পারিবারিক সূত্রে জানা যায়,সায়মা দুই বছর আগে কুমিল্লার রায়হান নামে এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। তবে পারিবারিকভাবে বিয়েটি স্বীকৃতি না পাওয়ায় তারা আলাদা বাসায় বসবাস করতেন।