সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

আবুধাবির এলেক্ট্রাতে দেশীয় প্রতিষ্ঠান উদ্বোধন করলেন এমপি সনি

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৮১ দেখা হয়েছে :

মোহাম্মদ আরমান চৌধুরী

আরব আমিরাত প্রতিনিধি

আবুধাবির ইলেক্ট্রা স্ট্রীটে যাত্রা শুরু করেছে দেশীয় শাক সবজি, মাছ মাংস ও খাদ্য পণ্যের প্রতিষ্ঠান ‘দরবার বাকালা’।

গত বুধবার ( ১০ জুলাই) দুপুর বারোটায় ইলেক্ট্রা স্ট্রীটে আল মোল্লা বিল্ডিং-এর পশ্চিম পাশে আনজুমান রেস্টুরেন্ট সংলগ্ন ‘দরবার বাকালা’র শুভ উদ্বোধন করেন আমিরাতে সফররত ফটিকছড়ির সংসদ সদস্য মিসেস খাদিজাতুল আনোয়ার সনি। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

এ সময়ে প্রতিষ্ঠানের দুই মালিক মোহাম্মদ শফি ও আমানউল্লাহ চৌধুরীসহ আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান গণি আলমগীর, মোহাম্মদ মউন উদ্দিন মউন, সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান,জোবায়েদুল করিম, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আর কাদেরী, মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী,মাওলানা মোহাম্মদ নজরুল, মোহাম্মদ নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ দেশীয় শ্রমিকদের ভিসা চালু করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন সাথে সাথে সকল প্রবাসীদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal