লালমনিরহাটের আদিতমারীতে ঋণের টাকা শোধ করতে না পেরে লিপন চন্দ্র(দ্বীপ) (৩৫) নামের এক ভার্সিটি পরুয়া যুবক আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)রাতে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভাতিটারি গ্রামে।মৃত লিপন চন্দ্র(দ্বীপ)ওই গ্রামের মৃত ভূপেন্দ্রনাথের ছেলে। স্থানীয়রা জানান,লিপন চন্দ্র(দ্বীপ)অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের ছিলেন।ভার্সিটি পরার পাশাপাশি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন।চাকুরিতে থাকাকালীন সময়ে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন।এতে বিপুল পরিমাণ ঋণের দায়ে জর্জরিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।ঋণের টাকা শোধ করতে না পেরে এবং পাওনাদারদের চাপের মুখে তিনি শুক্রবার গভীর রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরের দিন শনিবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লিপনের এই অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী আকবর জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে,এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।