সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ত্রিশালের রওশন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার বাংলাদেশের সেরা গুণী শিক্ষক নির্বাচিত ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত কালীগঞ্জে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি আহত ৩ তজুৃমদ্দিনে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকে করেছে ডিবি ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদনে অনিয়ম, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে ইলিশ মাছের নিষেধাজ্ঞার জাঁতাকলে জেলেদের দীর্ঘশ্বাস জীবননগরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের SCSIO, CAS, Guangzhou এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত শারদীয় দুর্গাৎসব উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কঠোর সতর্ক অবস্থান জারি রেখেছে, বাংলাদেশ বর্ডার গার্ড১৫ (বিজিবি) রাজবাড়ীর জামালপুর রেলষ্টেশনে সোমবার সকালে রবীন্দনাথ (৬০)নামে এক বৃদ্ব নিহত হয়েছেন।

তজুমদ্দিনে ইলিশ মাছের নিষেধাজ্ঞার জাঁতাকলে জেলেদের দীর্ঘশ্বাস

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি।।
  • আপডেটের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬৭ সময় দেখুন

মা ইলিশ সংরক্ষণে শনিবার ৪ অক্টোবর ২০২৫, রাত ১২ টা থেকে ২৫ অক্টোবর ২০২৫ রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীসহ বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই খবরে উপকূলজুড়ে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। নিষেধাজ্ঞার দিনক্ষণ ঘনিয়ে আসায় ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রায় অর্ধ লাখ জেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
মেঘনা নদীতে বিগত বছরে এই সময়ে ইলিশের ছড়াছড়ি থাকলেও এবার জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নিকট অতীতে নিষেধাজ্ঞার সময়গুলোতে রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জেলেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটিয়েছেন। নিত্যদিনের খাবার জোগাতে জেলেদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। তাদের অভিযোগ, বছরের বিভিন্ন সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে সরকার নামমাত্র চাল সহায়তা দিলেও তা অধিকাংশ জেলেই পান না। নিষেধাজ্ঞার জাঁতাকলে বছরজুড়ে ধারদেনায় জর্জরিত থাকতে হয় জেলেদের। অধিকাংশ জেলেই বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধে চিন্তায় পরেছেন। জানা গেছে, গত বছর ১৩ অক্টোবর থেকে নিষেধাজ্ঞার সময় শুরু হলেও এবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ নিধন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ভরা মৌসুমে নদী ও সাগরে ইলিশ ধরা পড়েনি। খালি হাতে ফিরছে বেশিরভাগ জেলে। যখনি নদী ও সাগরে ইলিশ দেখা মিলছে, তখনই সরকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় পরিবর্তনের দাবি করেন জেলেরা। স্লুইসগেট এলাকার জেলে আরিফ মাঝি জানান, কিস্তির বোঝা মাথায় নিয়ে প্রতিনিয়ত মেঘনায় জাল ফেলে আসছি। কোনো দিন খালি হাতে ফিরেছি, আবার কোনো দিন দু-একটা ইলিশ নিয়ে ফিরেছি। এখন যখন আজকাল কমবেশি ইলিশ পড়তে শুরু করেছে, শুনছি সরকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে। এতে করে ধার-দেনা কীভাবে মিটাবো? আবার নিষেধাজ্ঞার সময় পরিবারের খরচ কীভাবে জোগাড় করব তা নিয়ে দিশেহারা হয়ে পড়ছি। ইব্রাহিম, নয়ন,কামাল সহ অনেক জেলেরা জানান, এই সময় নিষেধাজ্ঞার তারা সংসারের খরচ চালাতে পারেন না। এতে তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা না থাকায় উপজেলা মৎস্য অফিসের সহকারী মো. মনির জানান, জেলেরা নিষেধাজ্ঞা পেছানোর দাবি করেছেন। তবে উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা লালমোহন মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, নদীতে আবহাওয়া পরিবর্তনের কারণে ইলিশের সংরক্ষণ কমে গেছে। তবে মা ইলিশ রক্ষা করা গেলে আগামীতে জেলেদের জালে ইলিশের দেখা মিলবে। তাই সরকারের নিষেধাজ্ঞার যাতে সঠিকভাবে পালন করা হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। এ অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD