ভারতের ঋণে দুটি সড়ক নির্মাণ প্রকল্প চলছে,যার মধ্যে একটি আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত এবং অন্যটি ময়নামতি থেকে ধরখার সড়ক পর্যন্ত।
এই দুটি সড়ক ভারতীয় ঋণে নির্মাণ হচ্ছে এবং ভারতীয় পণ্য পরিবহনের সুবিধা বাড়াবে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, এসব প্রকল্প বাংলাদেশের জন্য কতটা লাভজনক?
সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, এই সড়ক দুটি বাংলাদেশ এবং ভারত দুই দেশের জন্যই লাভজনক হবে।
তবে প্রকল্পটির ব্যয় এবং মেয়াদ বৃদ্ধি পেছনে বাংলাদেশের লাভের বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।
এই সড়ক দুটি নির্মাণ হলে, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ভারতের আসাম ও ত্রিপুরার যোগাযোগ সহজ হবে, যা ভারতের বাণিজ্য বাড়াবে।
তবে বাংলাদেশ কী লাভ পাবে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের শর্তে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, এবং প্রকল্পের খরচ বাংলাদেশকেই বহন করতে হবে।
ফলে, প্রশ্ন উঠছে যে, এসব প্রকল্প ভারতীয় স্বার্থে বেশি সুবিধা দিচ্ছে কিনা, তা পুনর্মূল্যায়ন করা উচিত।
এছাড়া, আশুগঞ্জ-আখাউড়া সড়ক নির্মাণে সেচ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কৃষকদের ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
তথ্য সূত্র:-দৈনিক সমকাল